দার্জিলিং এর ” শ্রীখোলা ” (অদ্ভুত গন্তব্য) :-
দার্জিলিং জেলার শ্রীখোলা একটি অফবিট ডেস্টিনেশান, যা ওক, ম্যাগনোলিয়া, চেস্টনাট, ভূর্জবৃক্ষ ,পাইন এবং রডোডেনড্রন বৃক্ষরাজি দ্বারা আবৃত একটি গ্রাম। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের পাদদেশে এবং শ্রীখোলা নদীর পাশে এই গন্তব্যটি অবস্থিত। শিলিগুড়ি এনজেপি থেকে এর দূরত্ব প্রায় 65 কিমি। মানেভঞ্জন থেকে গুর্দুম হয়ে সান্দাকফুর দিকে এবং মানেভঞ্জন থেকে গোর্খে এবং রাম্মাম হয়ে ফালুটের দিকের ভ্রমণ পথটি দিয়ে এই ঘুমন্ত গন্তব্যে পৌঁছানো যায়। এখানে নদীর সঙ্গে প্রকৃতির সৌন্দর্য একাকার হয়ে গেছে। শ্রীখোলাতে ঝুলন্ত কাঠের ব্রিজ ভ্রমণ করা যাবে। এছাড়া এখানকার আঁকাবাঁকা ভূখন্ডের দৃশ্য দর্শন এবং অবসর সময়ে মাছ ধরার আনন্দ ও পাওয়া যাবে। চড়ুই এবং ব্লু ম্যাগপিকের মত আরো অনেক পাখি দর্শন পাখি প্রহরী বা প্রেমীদের কাছে উপভোগ্য হয়ে উঠবে। গ্রাম্য মনেস্ট্রি এবং মন্দির ও ভ্রমণ করা যাবে। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের পরিধির মধ্যে থাকায় ফরেস্টের মধ্য দিয়ে ভ্রমণকালে ভাগ্য ভালো হলে রেড পান্ডার সাক্ষা্ত মিলবে। ওক, ভূর্জ বৃক্ষের এবং পাইন অরন্যের মধ্য দিয়ে ভ্রমণকালে পাখির মধুর কাকলি প্রকৃতির সঙ্গে মিলেমিশে মনকে সতেজ এবং উদ্বেলিত করে তুলবে। অল টাইম সিজেনটাইম।