দার্জিলিং এর ” লামাগাঁও ” (অদ্ভূত গন্তব্য) :-
সুউচ্চ হিমালয় পর্বতমালার পাশে অবস্থিত, দার্জিলিং শহর থেকে প্রায় 34 কিমি দূরে, একটি ছোট্ট বিশুদ্ধ গ্রাম লামাগাঁও। যার দূরত্ব শিলিগুড়ি শহর থেকে 113 কিমি। এই গন্তব্যটির 13 কিমির মধ্যে সন্নিহিত বিজনবাড়ী নামক অন্য হ্যামলেট থেকে মহনীয় কাঞ্চনজঙঘার সৌন্দর্য্য ,বিভিন্ন প্রজাতির পাখি এবং অর্কিডের বাহার পর্যটকদের মনকে উদ্বেলিত করে। পর্যটকদের জন্য এখানকার আকর্ষণ হলো – বরফাবৃত হিমালয় শৃঙ্গ মাউন্ট কাঞ্চনজঙঘার মৌনমুগ্ধতা ,বিজনবাড়ীর সাইটসিন, 5 কিমির মধ্যে জেপি ইনডিপেন্ডেন্ট চার্চ, সাঁই মন্দির, প্রস্ফুটিত রঙিন ফুলের এবং অর্কিডের সম্মোহিত বন্দোবস্ত , সবুজ কৃষিনির্ভর মাঠ চাইয়ট, গ্রামে পায়চারি করাকালীন স্হানীয় গ্রামবাসীদের বাসস্থান এবং সংস্কৃতি দর্শন, পর্বতশৃঙ্গের উপর দিয়ে সূর্যোদয়ের রক্তিম দৃশ্য, এছাড়া সামসু এবং ধোত্রে হয়ে টংলু এবং সান্দাকফু ভ্রমণ প্রভৃতি। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের পাদদেশে সবরকম আধুনিক ও আরামদায়ক সুবিধালব্ধ লামাগাঁও হোমস্টে রয়েছে। এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এখানকার সবচেয়ে ভালো সিজেনটাইম।