ডুয়ার্সের ” মংপং ” (অফবিট ডেস্টিনেশান ):- তিস্তা নদী এবং মহানন্দা নদীর তীরে,ডুয়ার্সের প্রবেশদ্বারে, মহানন্দা ওয়াইল্ডলাইফ অভয়ারন্য নিয়ে গড়ে উঠেছে মংপং গন্তব্যটি। এই অভয়ারন্যে বিপুল বিস্তারিত ফ্লোরা এবং ফনার আদর্শ বাসস্থান, যার মধ্যে রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। শিলিগুড়ি এনজেপি থেকে 35 কিমি দূরে অবস্থিত এই ভিলেজ -কাম- ফরেস্ট অঞ্চলে একটি চেক পোস্ট এবং কয়েকটি স্হানীয় দোকানপাট রয়েছে। শীতকাল এটি একটি পারফেক্ট পিকনিক স্পট। মংপং -এ তিস্তা নদীর উপর করোনেশন ব্রিজ আছে, যার মধ্যে পরিলক্ষিত হয় আধুনিক ভারতীয় স্থাপত্যশিল্প। যেখান থেকে তিস্তা নদীর প্যানরোমিক দৃশ্য এবং পরিস্কার আবহাওয়ায় বরফাবৃত হিমালয়ান শৃঙ্গ সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। মংপং এর আকর্ষণ হলো – বিভিন্ন প্রজাতির পাখি দর্শন এবং ওয়াটার ফয়েলস্ যেমন -পিনটেইল ডাক, বার হেডেড গোজ্, পেচার্ড প্রভৃতি। কিছু কাছাকাছি প্রমোদভ্রমণ রয়েছে – চালসা, মূর্তি, বিন্দু, ঝালং এবং ওদলাবাড়ী প্রভৃতি। এর 7 কিমির মধ্যে ওয়াশাবাড়ী নামক স্হানে একটি পুরোনো এবং আভিজাত্যপূর্ণ টি ইস্টেট রয়েছে। মংপং আরো উপহার দেবে -গরুমারা ন্যাশনাল পার্ক, চাপড়়ামার়ী অভয়ারন্যের বন্যজীবন, জলদাপাড়া ন্যাশনাল পার্ক প্রভৃতি প্রমোদভ্রমণ। মংপং এ ঘুরতে এসে আপনি বা আপনারা কয়েকটি হোমস্টে এবং ফরেস্ট রেস্ট হাউজে রাত্রি যাপন করতে পারবেন বা স্বস্তি পেতে পারবেন। অল টাইম এখানে থাকার জন্য সিজেনটাইম হলেও অক্টোবর থেকে ডিসেম্বর খুব ভালো সিজেনটাইম।
ReplyForward |