ডুয়ার্সের ” লেপচোখা ভিলেজ ” (অফবিট গন্তব্য) :-
            শিলিগুড়ি এনজেপি থেকে 118 কিমি দূরত্বে, ইন্দো -ভুটান বর্ডারের কাছে, ডুয়ার্সের রক্ষণশীল এবং 15 তম টাইগার রিজার্ভ ফরেস্ট ‘বক্সা টাইগার রিজার্ভের ‘ উপরে পাহাড়ী উচ্চতায় এই লেপচোখা গ্রামটি অবস্থিত। ডুয়ার্সের 12 টি নদী এই লেপচোখা গ্রামটির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় ঝকঝকে সর্পের মত দেখাচ্ছে তাই একে ডুয়ার্সের রানী বলা হয়। এখানে দ্রুকপা আদিবাসীদের বাসস্থান। এদের অনন্য সংস্কৃতি ,জীবনযাত্রা এবং গৃহ নির্মানের  স্থাপত্যকর্ম দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। এখানকার প্রধান আকর্ষণ হলো -দ্রুকপা অধিবাসীদের আতিথীয়তার হ্রদয় উচ্ছ্বসিত ডুয়ার্সের পাহাড়ী নদীর দ্বারা গড়ে ওঠা বক্সা ন্যাশনাল পার্কের প্যানরোমিক দৃশ্য, এলপাইন ফরেস্ট ভ্রমণ, ছবির মত ফ্রেমে বাঁধানো বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত ঐতিহাসিক পর্যটন গন্তব্য ,ফরেস্টের মধ্য দিয়ে ভ্রমণকালে পাতার কড়কড়ে শব্দযুক্ত পথ দিয়ে হিমালয়ান পাখিদের এবং প্রজাপতির সঙ্গে সুমধুর আলাপন, ফরেস্টের মধ্যে অরেঞ্জের অর্চার্ড ভ্রমণ প্রভৃতি। আলিপুরদুয়ার হতে এর দূরত্ব 20 কিমি ।অক্টোবর থেকে ডিসেম্বর খুব ভালো সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *