ডুয়ার্সের ” মাকাইবাড়ী টি ইস্টেট ” (অফবিট ডেস্টিনেশান) :-
প্রায় 4615 ফুট উচ্চতায় 1575 একর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাকাইবাড়ী গন্তব্যটি অবস্থান করছে। 1859 সালে মাকাইবাড়ী নামক ভারতের অন্যতম প্রাচীন ও আভিজাত্যপূর্ণ টি ইস্টেটটি প্রতিষ্ঠিত হয়েছিল।শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 35 কিমি। এই গন্তব্যটির পাশ দিয়ে বালাসন নদীটি প্রবাহিত হয়ে গেছে।পর্যটকরা যদি এই চা বাগানের মধ্যে বেশ কিছুটা সময় কাটাতে চান, তাহলে প্রত্যক্ষ করতে পারবেন চা পাতা উত্তোলনের পাশাপাশি চা প্রক্রিয়াকরন পদ্ধতি। এবং এই গন্তব্যটিই হয়ে উঠতে পারে আপনাদের পরবর্তী হলিডে ডেস্টিনেশান। চা বাগানের স্নিগ্ধতার সাথে একাকার হয়ে গেছে বালাসন নদীর বিমুগ্ধকর সৌন্দর্য। নদীর তীরে বসে বা নদীতীরবর্তী এলাকায় পায়চারি করে এই মনোমুগ্ধকর সময় নদীর স্রোতের মত পেরিয়ে যাবে। চা বাগান, চায়ের কারখানা পরিদর্শন, চা টেস্টিং সেশন ছাড়াও সবুজ ,স্নিগ্ধ ও মনোরম প্রকৃতির রাজ্যে বিচরন, পাখিদের পর্যবেক্ষণ প্রভৃতির আনন্দ উপভোগ করা যাবে। এছাড়া কাছাকাছি কুরসিয়ং, বাগোরা, চটকপুর প্রভৃতি গন্তব্য ভ্রমণ এবং দর্শন করা যাবে। শীতকালে চা বাগানের পাতা উত্তোলনের কাজ বন্ধ থাকে। এছাড়া অল টাইম এখানকার চা্রমিং সিজেনটাইম।