ভুটান ঘাট গ্রামটি রায়ডাক নদীরতীরে ইনদো ভুটান বডারের কাছে অবস্থিত।ভুটানের মাউন্টেন ভ্যালী থেকে প্রবাহিত হয়ে ডুয়ার্সের সমভূমি অঞচলের মধ্যে দিয়ে বয়ে যাওয়ার ফলে দুপাশে গড়ে উঠেছে এই সুজলা সুভলা শ্যামল গামটি। ভুটানের প্রবাহিত নদী দ্বারা উদ্ভূত হওয়ায় এর নামকরণ হয়েছে ভুটানT ঘাট ।মাউন্টেনের পাদদেশে পর্বত দ্বারা ঘেরা ভুটানঘাটের বিলাসবহুল শ্যামলা বনরাশি পর্যটকদের কাছে লোভনীয় হয়ে উঠেছে। ডুয়ার্সের এই স্থানটির বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে অনেক পযটকদের কাছে একটি গূরত্বপূর্ণ দশনীয় স্থান হয়ে উঠেছে। ভুটানঘাট বক্সা টাইগার রিজার্ভ,বাইসন, এলিফ্যান্ট করিডোর এবং বিরল প্রকক্তির প্রানীর জন্য ওয়াইলডলাইফ লাভাসর্দের কাছে আকষর্ণীয় দশণীয় স্থান হয়েউঠেছে।অল টাইম এখানকার সিজেনটাইম তবে
নভেম্বর থেকে ফেব্রুয়ারি ভালো সিজেনটাইম ।