দাজিলিং য়ের ‘বড়া মঙ্গোয়া ‘ (অফবিট ডেসটিনেসান)দাজিলিং থেকে 35কিমি দূরে অবস্থিত এই মঙ্গোয়া গ্রাম। যার একপাশে তিস্তা নদী এবং রঙ্গীত নদীর মিলিত প্রবাহ, অপরপাশে রয়েছে কালিম্পং হিল। মঙ্গোয়ার উপরিভাগটি বড় মঙ্গোয়া নামে পরিচিত। এটি খুবই ছোট একটি ইকো ফ্রেন্ডলি গ্রাম। এখানকার দশ্ ণীয় অরেঞ্জ বাগান, তমাং মনেস্টি, টি গার্ডেন, বিভিন্ন বিরল পজাতির গাছ যেমন রডোডেনড্রন, ওক, পাইন গাছের বনরাজি, কাঞচনজঙঘার মনোরম দৃশ্য, বিরল রকমের পাখি, কালিম্পং হিল তিস্তা ও রঙ্গীত নদীর মিলিত সৌন্দর্য সব কিছু মিলিয়ে একটি প্রাকৃতিক সৌন্দর্যের লোভনীয় অফবিট টুরিস্ট ডেসটিনেসানে পরিণত হয়েছে। অল টাইম সিজেনটাইম কিন্তু উইনটার সবচাইতে ভালো।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *