দার্জিলিং এর ” ঋষিখোলা ” (অফবিট ডেস্টিনেশান) :-        কালিম্পং থেকে প্রায় 36 কিমি দূরত্বে, সিকিম বর্ডারের কাছে অবস্থিত ঋষিখোলা একটি স্রোতস্বিনী নদীতীরবর্তী অফবিট গন্তব্য। সুউচ্চ পাহাড় এবং সবুজ অরণ্য দ্বারা বেষ্টিত এবং সুসজ্জিত এই গন্তব্যটি। এখান  থেকে অনেকগুলো ভ্রমণ শুরু হয়েছে। এর 14 কিমির মধ্যে রয়েছে আইকনিক গন্তব্য আরিটার, যার ল্যামপোখরী হ্রদ বা বুট সেপড্ হ্রদ দর্শন এবং বোটিং করা যাবে। এছাড়া ঋষিখোলা থেকে একদিনের জন্য সাইটসিনের মধ্যে থাকতে পারে জেলাপ লা পাস, কুপাপ হ্রদ, বাবা মন্দির, সাঙ্গু লেক প্রভৃতি। অথবা থাকতে পারে কালিম্পং এর পেডং মনেস্ট্রি ,রেমিতি ধারা, রিকিসাম প্রভৃতি। এই গন্তব্যটি ও মাদার নেচারের মতো ফ্লোরা এবং ফনার অবাধ বাসস্থান।  কলকলে শব্দে প্রবাহিত ঋষি নদীর তীরে ক্যাম্পিং ও পর্যটকদের বড় আকর্ষণ। এছাড়া রয়েছে হিমালয়ান পাখিদের প্রাচুর্য যেমন – হিমালয়ান বুলবুল, হোয়াইট ক্যাপড্ ওয়াটার রেডস্টার, প্লামবিয়াস ওয়াটার রেডস্টার প্রভৃতি আরো অনেক রকম পাখি।  পর্যটকরা ঋষি নদীর ঠান্ডা জলে স্নান করে সতেজ  হতে পারবে। সকল রকম সুবিধাপ্রাপ্ত রিসোর্ট ফার্ম হাউজ এবং কটেজ যেমন ঋষিখোলা নদীতীরে ঋষি নেচার ক্যাম্প এবং ঋষি রিভার রিট্রিট পাওয়া যাবে। এর দূরত্ব বাগডোগরা এয়ারপোর্ট এবং এনজেপি রেলস্টেশন থেকে যথাক্রমে 110 এবং 105 কিমি। এইখানে প্রস্ফুটিত রডোডেনড্রন ফুলের বাহার পর্যটকদের মনকে উদ্বেলিত করবে। গরমকাল এবং শীতকাল এখানে আসার জন্য সবচাইতে ভালো সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *