দার্জিলিং এর ”গ্যালিথার বা গাইলিথার ”(অফবিট ডেস্টিনেশান) :-
প্রায় 4500 ফিট উচ্চতায়, শিলিগুড়ি এনজেপি থেকে 72 কিমি দূরত্বে অবস্থিত, মহতী মাউন্ট কাঞ্চনজঙঘা পর্বতমালার উত্তেজনাময় দৃশ্য অবলোকনের আশীর্বাদিত শান্ত এবং আদর্শ স্হান এই গ্যালিথার গন্তব্যটি। পর্বতশিখরদেশে অবস্থিত এই ছোট্ট গ্রামটিতে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আপনার জন্য অপেক্ষা করছে বিশুদ্ধ অক্সিজেনপূর্ণ বায়ু সেবনের পাশাপাশি নির্মল ঘন সবুজের সমারোহে দৃষ্টিকোণ শুদ্ধিকরন। দিগন্তপ্রসারী চা বাগান এবং চাষখেত, অরেঞ্জ অর্চার্ড, কার্ডামম বৃক্ষ, বাঁশের সাঁকোর উপর দিয়ে পার হয়ে রিয়াং নদী উপত্যকা ভ্রমণ,পাখির কলরবভরা বিচরনক্ষেত্র এবং প্রজাপতির রঙীন বাহার ,কাছাকাছি মংপো এবং শিটং ভ্রমণ প্রভৃতি এখানকার আকর্ষণ। গ্রামের হোমস্টে এবং রিসোর্টে পাবেন সবরকম আধুনিক সুলভ বন্দোবস্ত। শীতকালে (অক্টোবর থেকে ডিসেম্বর খুব ভালো সিজেনটাইম।