দার্জিলিং এর ” নেইবাস্তি বা নয়াবস্তি ” (অফবিট ডেস্টিনেশান) :-
        ঘন জঙ্গল এবং বিশালাকার হিমালয়ের মাঝে লুকায়িত একটি স্বর্গতুল্য গন্তব্য দার্জিলিং এর নয়াবস্তি ।শিলিগুড়ি এনজেপি থেকে এর দূরত্ব প্রায় 68 কিমি। সোনাডা স্টেশনের থেকে মাত্র 1 কিমি দূরত্বের মধ্যে সোনাদার একেবারে সন্নিহিত একটি নবতম আবিষ্কৃত গন্তব্য হল নয়াবস্তি। সম্প্রতি নয়াবস্তি অফবিট ডেস্টিনেশান হিসেবে চিহ্নিত  হয়েছে ।নয়াবস্তি হোমস্টে গড়ে পর্যটকদের আরামদায়ক দিন ও রাত্রি যাপনের ব্যবস্থা করে দিয়েছে। এখানে মাত্র 100 টি পরিবারের বা ঘরের বাস। পর্যটকদের জন্য এখানকার আকর্ষণ হলো – প্রশান্ত পরিবেশ নিয়ে মোহনীয় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য্য,  চারপাশ সবুজে সবুজ দ্বারা বেষ্টিত, বহুসংখ্যক পাখিদের প্রাচুর্য্য ,যা পাখি প্রেমীপর্যটকদের কাছে হয়ে ওঠে স্বর্গতুল্য ,  টাইগার হিলের জাঁকালো দৃশ্য, প্রস্ফুটিত ফুলের বাহার, শাকসবজিতে পরিপূর্ণ কৃষিজমি প্রভৃতি। এখানকার চা্রমিং আবহাওয়ায় অল টাইম সিজেনটাইম । শীতকাল ছাড়া অল টাইম তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রীর মধ্যে থাকে ।ভীড়ভাড় থেকে দূরে এটি একটি আদর্শ হলিডে অফবিট ডেস্টিনেশান।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *