” তবাকোশী বা তাবাকোশী ” (অফবিট গন্তব্য) :-
মিরিক থেকে কয়েক কিমি দূরে, গোপালধারা টি ইস্টেটের কাছে স্নিগ্ধ সবুজ চা বাগানের কোলে অবস্থিত তাবাকোশী ,শোভনীয় বরুডিং পাহাড় এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আত্মপ্রকাশিত একটি সুন্দর অফবিট গন্তব্য । শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় কিমি এবং গোপালধারা টি ইস্টেট থেকে এই গন্তব্যটি আট কিমি উতরাই এ অবস্থিত। এখানে পর্যটকরা অনেকটা সময় চা বাগানের মাঝে কাটাতে পারবেন। এখানে ভ্রমণ করে এখানকার আশ্চর্য আতিথেয়তার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। চা বাগানের যত্রতত্র ছড়িয়ে রয়েছে বিচিত্র রকমের পাখিদের আনাগোনা, সেই পাখিদের মিষ্টিমধুর কিচিরমিচির, চা বাগানের স্নিগ্ধ মধুরতা, পাহাড়ের শুভ্রতা এবং তদুপরি সবুজ প্রকৃতি আপনার চোখকে প্রশান্ত করে মনকে উন্মাদনায় ভরে তুলবে। শিলিগুড়ি এনজেপি রেলস্টেশন থেকে অথবা বাগডোগরা এয়ারপোর্ট থেকে গাড়ি করে এই গন্তব্যটিতে পৌঁছানো যাবে। কাছে থাকা রংবাং নদীর তীরে হাঁটা বা ক্যাম্প করা, গোপালধারা, থুর্বো এবং সাংমার মতো টি ইস্টেট গুলো, এছাড়া কাছাকাছি মিরিক ভ্রমণ এবং দর্শন করা যাবে। বছরের যেকোন সময় এখানে ভ্রমণ করা যাবে।