কালিম্পং এর ” মেরং গাঁ ও ”( অফবিট ডেস্টিনেশান) :-সম্প্রতিই এই ছবির মত আঁকানো মেরং নামক ছোট্ট গ্রামটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। যার দূরত্ব শিলিগুড়ি এনজেপি থেকে 67 কিমি। বিশালাকার হিমালয় পর্বতমালার গাম্ভীর্য ও মৌনমুগ্ধতার দৃশ্য এবং পরিপূর্ণ সবুজের স্নিগ্ধতা নিয়ে ধরা দিয়েছে কালিম্পং জেলার এই মেরং গাঁ ও গন্তব্যটি। এখানকার হিমালয়ান পাখিদের কলরবে ঘুম থেকে জেগে ওঠা এবং ঝিঁ ঝিঁ পোকার সঙ্গীতে দিনান্ত হওয়া, স্হানীয় গ্রামবাসীদের গ্রাম্যতার স্বাদ গ্রহণ এবং দৈনিক কাজকর্ম স্বচক্ষে উপলব্ধি করা -জীবনের অপরিমেয় পাওয়া হয়ে সাথে থেকে যাবে। ছোটোখাটো প্রমোদভ্রমণের মধ্যে থাকবে কাছাকাছি এলগেরা, ইচিগাঁও ,রামদুরা গ্রামগুলো ভ্রমণ। এখানে আসার উদ্দেশ্য হতে পারে ব্যস্ততাময় জীবনের থেকে কিছুদিনের জন্য হলেও স্বস্তির আশ্বাস, যা আপনাকে আপনার আগামী বৃহত্তর কর্মের জন্য প্রস্তুত এবং চনমনে করে তুলবে। মাত্র 400 জন লোকসংখ্যা নিয়ে 71 টি ঘর এখানে গড়ে উঠেছে। স্হানীয় গ্রামবাসীরা তাদের বাড়ীতেই হোমস্টে বানিয়ে পর্যটকদের রাত্রি যাপনের ব্যবস্থা করে রেখেছে, যেখানে আপনার বিলাস ও আরামের কথা ভেবেছে। বছরের যে কোনো সময় আপনি পেতে পারেন তাদের অভ্যর্থনা।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *