দার্জিলিং এর ” কার্বিয়া ” (অফবিট গন্তব্য) :-
         শিলিগুড়ি এনজেপি থেকে 38 কিমি দূরে, প্রায় 5,000 ফিট উচ্চতায়, চারপাশের বরফাবৃত মাউন্ট কাঞ্চনজঙঘা এবং সবুজ স্নিগ্ধ চা বাগান  দিয়ে ঢাকা, কার্শিয়াং এর কাছে পর্বতময় গ্রাম কার্বিয়া।  পার্বত্যশৃঙ্গের সৌন্দর্য্য, উপত্যকার উত্তেজনাপূর্ণ প্যানরোমিক দৃশ্য, বিস্তীর্ণ সবুজ চা বাগান এবং গ্রাম্য পরিবেশ  ও প্রকৃতির সৌন্দর্য্য কার্বিয়ার বড়ো আকর্ষণ। এছাড়া রয়েছে ঈগল ক্রেগ ভিউ পয়েন্ট, গূহা ও অলংকৃত উদ্যান, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট প্রভৃতি। গুহাতে সন্ত মেরীর এবং ডাউহিলের মধ্যে প্রাচীন কালের কলোনিয়াল বিল্ডিং দেখতে পাওয়া যাবে। এছাড়া এখানে থেকে একদিনের জন্য দার্জিলিং সাইটসিনের মধ্যে থাকবে -দার্জিলিং এর হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট, দার্জিলিং জু, বাতাসিয়া লূপ, ঘুম মনেস্ট্রি,রক গার্ডেন প্রভৃতি ।চা বাগানে ভ্রমণকালে গ্রাম্য মহিলা শ্রমিকদের চা পাতা তোলার দৃশ্য অবলোকন করা যাবে। এবং চা বাগানের পাশে পিকনিক ও করা যাবে। সকালে হোমস্টেতে বসে মাউন্ট কাঞ্চনজঙঘার গৌরবান্বিত দৃশ্যের  দেখার সঙ্গে চায়ের আমেজ নিতে নিতে প্রিয় নোবেল বা ম্যাগাজিন পড়তে পারেন। এখানে সারা বছর তাপমাত্রার খুব একটা পার্থক্য থাকে না। তাই অল সিজেনটাইম। অফবিট ডেস্টিনেশান হওয়ায় এখানে একমাত্র হোমস্টে সহজেই রাত্রি যাপনের জন্য সুলভপ্রাপ্ত। তবে তার মধ্যে থাকবে প্রশস্ত ও নীট এন্ড ক্লীন রুম, আরামদায়ক বেড, হট ওয়াটার গিজার, সংযুক্ত পশ্চিমীয় বাথরুম, 24 ঘন্টা ইলেকট্রিক ,রানিং ওয়াটার প্রভৃতি।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *