কালিম্পং এর ” নিমবং ” (অদ্ভুত গন্তব্য) :-
শিলিগুড়ি এনজেপি থেকে 78 কিমি দূরত্বে অবস্থিত, দার্জিলিং জেলার অন্তর্গত কালিম্পং এর এই বিচিত্র গ্রামটি ,চারপাশে ছড়িয়ে থাকা নির্মল ঘন শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য্যের অলংকৃত ভূদৃশ্য ,যেখানে ভ্রমণ করলে দেহ -আত্মা -মন প্রানবন্ত উচ্ছ্বসিত হয়ে ওঠে। কোলাহল ভিড়ভাড় থেকে দূরে থাকা নিমবং গ্রামটি আমাদেরকে স্বস্নেহে উপহার দেবে -নিমবং এর পর্বতশৃঙ্গের ঝরে পরা রূপসৌন্দর্য্য ,নিমবং এর পাহাড়ী ঢালে দূরদূরান্তব্যাপী ছড়িয়ে থাকা চা বাগানের রূপস্নিগ্ধতা ,মহান হিমালয়ের উপর দিয়ে সূর্যোদয়ের রক্তিম উঁকি, হিমালয়ের উড্ডীয়মান অগণিত রঙিন পাখির হাতছানি, যত্রতত্র ছড়িয়ে থাকা সবুজের বনানী এবং কাছাকাছি অবস্থিত কিছু গন্তব্যে প্রমোদভ্রমণ। এমন শান্তপ্রিয় অরন্যে সপ্তাহ কাটানোর আদর্শ গন্তব্যে রাত্রি যাপনের জন্য আধুনিক এবং আরামদায়ক টুরিস্ট লজ্, রিসোর্ট এবং হোমস্টে পাবেন। মনশুন ছাড়া সবসময় এখানকার চা্রমিং সিজেনটাইম।