কালিম্পং এর ” দারাগাঁও ” (অফবিট ডেস্টিনেশান) :-
কাঞ্চনজঙঘা এবং তিস্তা নদীর প্রেক্ষাপটে কালিম্পং এর দারাগাঁও একটি সচিত্র গ্রাম, যা স্হানীয় গ্রামবাসীদের মধ্যে আপার আইচ্চে নামেও পরিচিত। আবার এটিকে কাঞ্চনজঙঘার ব্যালকনি ও বলে থাকে কারন এখান থেকে তুষারাবৃত মাউন্ট কাঞ্চনজঙঘার গৌরবান্বিত দৃশ্য অবলোকন করা যায় ।এর আকর্ষণীয় দর্শনীয় স্থানসমূহগুলো হল – শতাব্দী প্রাচীন অরেঞ্জ বাগান দ্বারা ঘেরা দারাগাঁও বাংলো, গ্রাম থেকে কাঞ্চনজঙঘার এবং ঝলমলে তিস্তা নদীর বিমুগ্ধকর দৃশ্য দর্শন, গ্রামটির পেছনে রয়েছে সবুজ বনাঞ্চল, বিচিত্র ধরনের হিমালয়ান পাখিদের আনাগোনা, প্রস্ফুটিত রঙিন ফুলের বাহার, সূযোদয় এবং সূর্যাস্তের অভাবনীয় দৃশ্য অবলোকন, তিস্তা নদীর এবং রঙ্গীত নদীর তীরে পিকনিকের স্বাদ গ্রহণ,, এছাড়া কাছাকাছি পর্যটন কেন্দ্র যেমন দার্পিন ধারা মঠ, ডেলো পার্ক, ক্যাকটাস বাগান, ছোট মঙ্গোয়া এবং বড় মঙ্গোয়া, তিনচুলে গ্রাম ভ্রমণ এবং দর্শন করা যাবে। শিলিগুড়ি এনজেপি রেলস্টেশন থেকে এর দূরত্ব প্রায় 90 কিমি। এখানে থাকার জন্য হোমস্টে সহজেই পাওয়া যাবে। যেমন – হুমরো হোম দারাগাঁও, দারাগাঁও ইকো ভিলেজ হেরিটেজ হোমস্টে, দারাগাঁও বাংলো প্রভৃতি। অল টাইম এখানকার চা্রমিং সিজেনটাইম।