ডুয়ার্সের ” ঝালং ” (অফবিট ডেস্টিনেশান) :-ইন্দো-ভুটান বর্ডারের কাছে, শিলিগুড়ি থেকে 99 কিমি দূরত্বে, বিন্দু যাওয়ার পথে, জলঢাকা নদীর তীরবর্তী অঞ্চলে ,শহুরে ভিড়ভাড় থেকে মুক্ত এক শান্ত পরিবেশের ঝালং গন্তব্যটি পর্যটকদের সত্যিকারের স্বর্গ সুখ দান করবে। ডুয়ার্সের এই অতি ছোট গ্রামটি তার অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য্য ও মুগ্ধতা নিয়ে ইতিমধ্যেই পর্যটকদের প্রান কেড়েছে। পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত জলঢাকা নদীর উপর নির্মিত হাইড্রো -ইলেকট্রিক প্রোজেক্ট ঝালং এর বড় আকর্ষণ। এছাড়া রয়েছে জলঢাকা ড্যাম দর্শন। শীতকালে এই ড্যাম থেকে পর্যটকরা বরফাবৃত পর্বতশৃঙ্গের দুর্লভ দৃশ্য দেখতে পারেন। ঝালং-এ আগত ও বিচরনরত বিচিত্র পাখি যেমন ব্রাউন ডিপার, হডসন্ রেডস্টার, ক্রিসটেড কিংফিসার, সলটি ব্যাকড্ ফোকটেইল ও আরো অনেক অজানা পাখি। এখানকার ফরেস্টে ফনা এবং ফ্লোরার জীবনচক্র পরিলখ্খিত। এখানকার স্হানীয় অধিবাসীদের জীবনযাত্রা ও সংস্কৃতি ভিন্ন রকমের। ঝালং পর্যটকদের কাছে তুলে ধরেছে -ট্রেকিং টেইল, ফরেস্টের মধ্য দিয়ে রোচেলা পার্কের দিকে। এছাড়া রয়েছে টোডে এবং টনগা ট্রেকিং, নদীর তীরে ক্যাম্পিং,এনলিং,রক ক্লাইম্বিং প্রভৃতি। প্রকৃতির কোলে শুয়ে, নদীর তীরে বসে, এবং চারপাশের বৃক্ষরাজির শ্যামলতা গায়ে মেখে অনেকটা কোয়ালিটি টাইম কাটিয়ে ফেলবেন। থাকার সুব্যবস্থা রয়েছে। অল সিজেনটাইম হলেও অক্টোবর থেকে ডিসেম্বর খুব ভালো সময়।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *