ডুয়ার্সের ”গারুচিরা ”(অফবিট ডেস্টিনেশান)শিলিগুড়ি থেকে 127কিমি দূরে এবং আলিপুরদুয়ার হতে প্রায় 40 কিমি দূরে অবস্থিত এই ছোট গারুচিরা গ্রাম টি।সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এই গারুচিরা ভিলেজ ইকোপার্ক ওপেন করে টুরিজম কে ডেভেলপ্ করেছে, যেখানে পালে পালে বন্য হাতি দেখতে পাওয়া যায়।তরাই-ডুয়ার্স অঞ্চলের মধ্যে সমাহিত এই গ্রামটিতে শাল, টিক গাছের ঘন অরন্য এবং হরিণ -ময়ূরের নৃত্য প্রত্যক্ষ করবেন। সূক্তি এবং রেতি নদীর পার্শ্ববতী হওয়ায় এখানে এসে নদীর তীরে ভ্রমণ এবং ট্রেকিং করে আপনার মন আনন্দে আপ্লুত হয়ে উঠবে। এখানে আপনি ফরেস্ট বাংলো বা রিসোর্টে থাকতে পারবেন। মনশুন ব্যতীত অল টাইম সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *