ডুয়ার্সের ” পারেন ” (অফবিট গন্তব্য ):-
শিলিগুড়ি থেকে 112 কিমি দূরত্বে,হিমালয়ের সুদূরপ্রান্তে জলঢাকা নদী এবং ভুটানের পাহাড় দ্বারা বেষ্টিত একটি ছবির মত আঁকানো গ্রাম পারেন। এর চারপাশে রয়েছে সমুচ্চ সবুজ পাহাড়ের ঢালে শক্ত মোটা কাষ্ঠলযুক্ত এলপাইন বৃক্ষের বনাঞ্চল। ডুয়ার্সের পশ্চিমে ইন্দো -ভুটান বর্ডারের দ্বারা এই গন্তব্যটি আবদ্ধ। এর আকর্ষণ হলো -বর্ণোজ্জ্বল শ্যামল বনাঞ্চল, রকি পার্বত্য ভূখণ্ড, পাহাড়ী নদীর উচ্ছ্বলতা, কৃষিজমির উর্বরতা, দূষণমুক্ত বিশুদ্ধ গ্রাম্য পরিবেশ,সবকিছু মিলিয়ে একেবারে আপনার স্বপ্নের গন্তব্য। বিন্দু থেকে পারেনের দিকে ভ্রমণকালে রোমাঞ্চকর ভূদৃশ্য দেখা যাবে, পার্বত্য ভূমির ঢালের উপর শায়িত সবুজ চা বাগানের স্নিগ্ধতা ,তা ধীরে ধীরে সমতল ভূমিতে রূপান্তর ।পাহাড়ী অঞ্চলের মাঝখানে অবস্থিত এই পারেন গন্তব্যটি থেকে বেশ কিছু অভিযানমূলক প্রমোদভ্রমণ ,যেমন -আলুবাড়ী এবং লাভা হয়ে রাচেলা পাস ভ্রমণ, রাচেলা অনেকগুলো পোষণ করা প্রাকৃতিক হ্রদের জন্য বিখ্যাত। এছাড়া রয়েছে বেঙ্গল -সিকিম -ভূটান বর্ডারের কাছে নিউরো ভ্যালী ফরেস্ট। ছোট্ট একটি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে ডালগাঁও, গৈরিবাস এবং রংগোতে পৌঁছে সাড়ম্বরে প্রদর্শিত মেডিসিন্যাল প্লান্টের বাগান এবং বোটানিক্যাল গার্ডেন অবলোকন করে উদ্যমশীল ব্যক্তিদের কাছে স্বর্গ বলে মনে হবে। এই জঙ্গলে হিমালয়ান বিচিত্র পাখির কিচিরমিচির এবং রঙিন প্রজাপতির প্রাচুর্য্য রয়েছে। এছাড়া রয়েছে আরো প্রমোদভ্রমণ -জলঢাকা নদী, বিন্দুর হায়ডেল পাওয়ার স্টেশন এবং বিন্দু ড্যাম, কার্ডামম কিউরিং সেন্টার, প্রভৃতি। এখানে কয়েকটি হোমস্টে, হোটেল এবং প্রাকৃতিক সৌন্দর্য্যের রিসোর্ট গড়ে উঠেছে। এখানে আসার বেস্ট টাইম অক্টোবর এবং ফেব্রুয়ারি, আবার গরমকালে এখানে এসে প্রচন্ড গরম থেকে স্বস্তি পেতে পারেন