কার্শিয়াং এর ” দিলারাম ” (অদ্ভুত গন্তব্য) :-
        শিলিগুড়ি এনজেপি থেকে 45 কিমি দূরত্বে, কার্শিয়াং পর্বতের একপাশে গড়ে ওঠা এই ছোট্ট গ্রামটি, শহুরে ব্যস্ত জীবন ও তার গতিশীলতা  থেকে পৃথক, বিচিত্র পাখিদের সমাবেশ, বিস্তীর্ণ চা বাগানের মুগ্ধতা , নীল আকাশে উড়ন্ত মেঘের ভাসমান দৃশ্য এবং গ্রাম্য পরিবেশে প্রমোদভ্রমণের চপলতায় পরিপূর্ণ গন্তব্য -এখানে এসে জীবন যেন একেবারে থমকে দাঁড়ায়।এখানে এসে আপনি উপভোগ করবেন -দিলারামের উপর দিয়ে পার করে যাওয়া শায়িত চা বাগানের স্নিগ্ধতা, ভগবান শিবের প্রাচীন মন্দির, বৌদ্ধ সন্ন্যাসী গুরু রিমপচ্ এর পাথুরে খোদাই, ষোড়শ চেস্টনাট- কার্ডামম -ম্যাগনোলিয়ার ফরেস্ট ভ্রমণ এবং বিচিত্র পাখি দর্শন, স্হানীয় গ্রামবাসীদের জীবনযাত্রা,বনজাং সালাম্ডার লেক -যেখানে হিমালয়ান সরীসৃপতুল্য উভচর প্রাণীদের বিপন্ন বাসস্থান, কাছাকাছি শিটং -চটকপুর -বালাসন টি ইস্টেট -চিমনি -বাগোরা -কার্শিয়াং গন্তব্যগুলো ভ্রমণ। এখানে থাকার জন্য সস্তায় পুষ্টিকর ও আরামদায়ক হোমস্টে পাবেন। অল টাইম সিজেনটাইম হলেও শীতকাল এখানে আসার জন্য সবচাইতে ভালো সিজেনটাইম।

ReplyForward

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *