দার্জিলিং এর ” রংবুল ” (অফবিট ডেস্টিনেশান) :-
             দার্জিলিং যাওয়ার পথে ঘুমের ঠিক আগে বিস্তীর্ণ ঘন হরিত চা বাগান দ্বারা সুসজ্জিত একটি সচিত্র গন্তব্য রংবুল। শিলিগুড়ি এনজেপি থেকে এর দূরত্ব প্রায় 64 কিমি ।রংবুল বাজার পার করার ঠিক পরেই, মহামূল্যবান বৃক্ষের অরন্য ,বিখ্যাত চা বাগান এবং পর্বতশৃঙ্গের মাঝে লুকায়িত এক ঘুমন্ত হ্যামলেটের নাম রংবুল। চা বাগানের মধ্য দিয়ে ভ্রমণকালে চা পাতা তোলা বা উত্তোলন পর্যবেক্ষণ করা যাবে। এই ভিউ পয়েন্ট থেকে উপত্যকার প্যানরোমিক দৃশ্য দেখা যাবে। গ্রামটির অল্প দূরত্বেই রয়েছে ইন্দ্রাণী জলপ্রপাত, এই জলপ্রপাতে চমত্কার বহুবর্ষজীবি রংধনুর মধ্যে নিশ্বাস নেওয়া যায়। বালাসন নদীর তীরে ভ্রমণকালে কাছাকাছি চা ফ্যাক্টরিগুলোতে চালিত কাজকর্মগুলোর দর্শন স্মরনীয় হয়ে থাকবে। এছাড়া কাছাকাছি পর্যটন ডেস্টিনেশান যেমন – দার্জিলিং , কার্শিয়াং এবং মিরিক ভ্রমণ বা অন্বেষণ করা যাবে। মিরিক লেক, পশুপতি মার্কেট, হিমালয়ান মাউন্টেইচনারিং ইনস্টিটিউট, দার্জিলিং জু, এবং পিচ্  পাগোডা প্রভৃতি ভ্রমণ করা যাবে। বাগডোগরা এয়ারপোর্ট এবং এনজেপি রেলস্টেশনের মাধ্যমে এখানে পৌঁছানো  যাবে। একমাত্র হোমস্টে ,রিসোর্ট এবং  কটেজ পাওয়া যাবে এখানে  থাকার জন্য ।মনশুনে সবুজ প্রকৃতি আরো সতেজ সুন্দর হয়ে ওঠে আর শীতকালে এখানকার চা্রমিং আবহাওয়া আরো মনোরম হয়ে ওঠে। তাই অল টাইম এখানকার সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *