দার্জিলিং এর ” ধত্রী ”(অফবিট ডেস্টিনেশান) :-
         শিলিগুড়ি এনজেপি থেকে 98 কিমি দূরত্বে, প্রায় 8,340 ফিট উচ্চতায় অবস্থিত দার্জিলিং -এর ধত্রী ঈশ্বরের আশীর্বাদিত একটি ঘুমন্ত গন্তব্য। এখানে শুরুর দিকে 5 কিমি লম্বা রোপওয়ের মাধ্যমে কাঠের লগ্ সংগ্রহ করা হত। এখানে মজাদার ও আকর্ষণীয় হলো -7 কিমি রডোডেনড্রন-ম্যাগনোলিয়া -অর্কিড ফরেস্টের মধ্য দিয়ে টংলুর দিকে ভ্রমণ,  সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক ভ্রমণ এবং বিচিত্র রকম পাখির সঙ্গে আলাপন ,মহিমান্বিত মাউন্ট কাঞ্চনজঙঘার উত্তেজনাপূর্ণ দৃশ্য, তিব্বতীয় বুদ্ধিজম্ এর স্হানীয় মনেস্টি, বিচিত্র রূপ ও গন্ধে সুরভিত পুষ্পবাহার প্রভৃতি। অক্টোবর থেকে ডিসেম্বর এবং মার্চ থেকে এপ্রিল সবচাইতে ভালো সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *