কালিম্পং এর ” কাশেম কামান ”(অফবিট ডেস্টিনেশান ):-শিলিগুড়ি এনজেপি থেকে 89 কিমি দূরত্বে অবস্থিত, 4000 ফিট উচ্চতায়, হিমালয়ান বিলাসবহুল ফরেস্ট দ্বারা বেষ্টিত এই নবতম অভ্যুদয় কাশেম কামান গন্তব্যটিতে -তিস্তা ও রংপো নদীর মিলিত ধারায় প্রবাহমানতার দৃশ্য,সুবিশাল কাঞ্চনজঙঘার সুশোভন দৃশ্য পর্যটকদের মনে গাঁথা হয়ে থাকবে। এখানে পর্যটকদের আকর্ষণ হল প্লেথোরা, চার্চ, জলপ্রপাতের চারপাশে নির্মিত সুশোভন উদ্যান, ব্রিটিশ যুগের সিন্কোয়া প্রসেসিং ইউনিট প্রভৃতি। এছাড়া রয়েছে বেশ কিছু ভ্রমণ – গন্তব্যটির চারপাশে ছড়িয়ে থাকা সবুজের স্নিগ্ধতা অনুধাবন, ফরেস্টের মধ্যে পাখির বিচরন ও কলোকাকলি শ্রবণ, রিভার রেফটিং প্রভৃতি। এখানে হোমস্টেতে আতিথীয়তায় আধুনিকতম সমস্ত বন্দোবস্ত রয়েছে। গরমকাল এখানকার বেস্ট চা্রমিং সিজেনটাইম আবার শীতকাল এর আদর্শ সময়ই বটে।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *