সিকিমের ” পাসটাঙ্গা ” (অফবিট গন্তব্য) :- প্রায় 4,700 ফিট উচ্চতায়, গ্যাংটক শহর থেকে 28 কিমি দূরত্বে এবং শিলিগুড়ি এনজেপি থেকে 136 কিমি দূরত্বে অবস্থিত, সিকিমের পূর্বাঞ্চলের একটি সুন্দর ঐতিহ্যপূর্ণ হ্যামলেট পাসটাঙ্গা। যার অর্থ ভূটানীয় ভাষায় পাসিং টেনখা – মানে বাঁশঝাড় বাগানের নীচে। পাসটাঙ্গা পর্যটকদের উপহার দেবে — পর্বতমালার খাড়া বাঁধ ,পবিত্র জলপ্রপাত, রঙিন পুষ্পবাহার, বিভিন্ন প্রজাতির হিমালয়ান পাখি এবং প্রজাপতি যেমন – ব্লু মর্মন, মোনার্চ ইত্যাদি, আদা এবং এলাচের বাগান প্রভৃতি। গ্রাম্য অধিবাসী রাই এবং ভূটিয়াদের বাঁশ এবং মাটির তৈরি ঘর দেখা যাবে। গ্রামটির কাছে সুমনি হাওয়ারী নামক জলপ্রপাতটির বড় উৎস ন্যাচারাল স্প্রিং কনস্টিটিউট ।উদ্ভিদ কলাবিদ্যা কৌতূহলী পর্যটকদের কাছে এই গন্তব্যটি মেডিসিনাল প্ল্যান্টের জন্য জনপ্রিয়। এছাড়া রয়েছে প্রস্ফুটিত রডোডেনড্রন, অর্কিড এবং শৈবালের বাহার। গ্রামের মধ্য দিয়ে ভ্রমণকালে 150 বছরের পুরোনো আদিবাসী ভূটিয়াদের এবং রাইদের জীবনযাত্রা ,বাসস্থান, প্রচলিত সংস্কৃতি এবং নৃত্য অবলোকন করার মতোই। কাছাকাছি প্রমোদভ্রমণ 2,803 মিটার উচ্চতার খেদি মলিংগো ভ্রমণ। মনশুন ছাড়া সবসময় এখানকার সিজেনটাইম হলেও মার্চ থেকে জুন সবচাইতে ভালো সিজেনটাইম।
Room rate?what’s the system?
thank your sir , for showing your interesting. please call me or whatsapp me 09733311678