সিকিমের  ” গেজিং ” (অফবিট গন্তব্য) :-
        শিলিগুড়ি এনজেপি থেকে 121 কিমি দূরত্বে, প্রায় 6,500 ফিট উচ্চতায় অবস্থিত, সিকিমের পশ্চিমের জেলার অন্তর্গত একটি শহর গেজিং হিমালয়ান পার্বত্য উপত্যকার উপর রঙ্গীত নদীর প্রবাহধারায়  গড়ে উঠেছে। গ্যাংটক থেকে পেলিং এর পথে অবস্থিত এই শহরে ধর্মীয় আশ্রম যেমন -পেমিয়াংসি এবং সঙ্ঘচোলিং রয়েছে। পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন শৃঙ্গ দর্শন যেমন ককটাং, রেথং,কাবরু,কুম্ভকর্ন ,শিম্ভু,কাঞ্চনজঙ্ঘা ,পানডিম, নারসিং এবং সিনিয়ালচু প্রভৃতি। এছাড়া রয়েছে গেজিং থেকে প্রমোদভ্রমণ -কেচুপুরি হ্রদ ,  বুদ্ধিস্ট এবং হিন্দুদের জন্য নির্মিত এই লেকটি পার্বত্য উপত্যকার মধ্যে ,চারপাশে ফরেস্ট দ্বারা বেষ্টিত হয়ে অবস্থান করছে। অল টাইম সিজেনটাইম হলেও অক্টোবর থেকে ডিসেম্বর খুব ভালো সিজেনটাইম।

AkkCrusier

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *