ডুয়ার্সের ” খুটিমারী ফরেস্ট ”(অফবিট গন্তব্য) :-
শিলিগুড়ি এনজেপি থেকে 87 কিমি দূরত্বে, গয়ারকাটার কাছে এটি বিচিত্র প্রকৃতির জন্য আদর্শ গন্তব্য। এখানে সুস্পষ্টভাবে পরিলক্ষিত ফ্লোরা এবং ফনার জীবন আবর্তন। বন্য হাতি, ভারতীয় বাইসন, লেপার্ড, সম্বর এবং বার্কিং ডিয়ার এই ফরেস্টে বন্য এ সকল প্রাণীদের বাসস্থান। এখানে ফরেস্ট সাফারী ব্যবহার করতে হবে। ফরেস্ট ভ্রমণ, ওয়াচ্ টাওয়ার ভ্রমণ, ফরেস্টের পাশে খুকলাং এবং মেলা নামক দুটি গ্রামের প্রধান অধিবাসী রাভা ট্রিবস্ দের প্রচলিত নৃত্য প্রত্যক্ষীকরণ,উত্তর-পূর্বে গোঁসাইহাট ইকোপার্ক- এখানকার বড়ো আকর্ষণ। এছাড়া রয়েছে শীতকালে গড়ে ওঠা পাখিদের বিচরণের স্বর্গরাজ্য এবং ডুয়ার্সের পানবাড়ী নামক জায়গায় মূর্তি ,দিয়ানা এবং জলঢাকা নদীগুলোর মিলিতধারা। এই মিলিতধারা পার করে রয়েছে গরুমারা ন্যাশনাল পার্ক। খুটিমারী এসে আপনাকে থাকতে হবে ফরেস্ট বাংলোতে। অল টাইম চা্রমিং সিজেনটাইম।